Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভূমিকাঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন একটি কার্যালয়। অত্র প্র্রতিষ্ঠানটি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা পৌরসভার আলফাডাঙ্গা  মৌজায় অবস্থিত। আলফাডাঙ্গা উপজেলার স্বাস্থ্য বিভাগীয় কার্যক্রম  শুরু হয়  ১৯৮৫ ইং থেকে। 

 

এক নজরে আলফাডা উপজেলা স্বাস্থ্য বিভাগঃ

১। সেবা প্রতিষ্ঠান তথ্যাবলীঃ

     ক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ০১টি

     খ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র- ১ টি

     গ) মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র- ০১ টি

     ঘ) কমিউনিটি ক্লিনিক- ১৩ টি

 

২। অস্থায়ী সেবাদান কেন্দ্র তথ্যাবলীঃ

     ক) অস্থায়ী টিকাদান কেন্দ্র- ১৪৪ টি

     খ) স্থায়ী টিকাদান কেন্দ্র- ০১ টি

     গ) স্যাটেলাইট ক্লিনিক- ০ টি

 

৩। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবা বিভাগঃ

     ক) প্রশাসন শাখাঃ

  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ১ জন
  • প্রধান সহকারী- ১ জন
  • প্রধান সহকারী কাম হিসাব রক্ষক- ০ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ২ জন
  • মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)- ১ জন

খ) জরুরী বিভাগঃ

  • ইমার্জেন্সি মেডিকেল অফিসার- ০১ জন
  • চিকিৎসা সহকারী- ২ জন
  • এটেন্ডেন্ট- ১ জন

গ) বহিঃবিভাগঃ

  • আবাসিক মেডিকেল অফিসার- ১ জন
  • মেডিকেল অফিসার- ১ জন
  • সহকারী সার্জন - ৩ জন
  • মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)- ১ জন
  • টিকেট ক্লার্ক- ১ জন 

ঘ) দন্ত বিভাগঃ

  • ডেন্টাল সার্জন- ১ জন
  • মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)- ১ জন

ঙ) অন্তঃ বিভাগঃ

  • জুনিয়র কন্সালটেন্ট (সার্জারী)- ০ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (মেডিসিন)- ০ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (গাইনী)- ১ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (অর্থোপেডিক্স)- ১ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (এনেস্থেসিয়া)- ০ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (চক্ষু)- ০ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (ইএনটি)- ০ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (চর্ম ও যৌন)- ০ জন
  • জুনিয়র কন্সালটেন্ট (কার্ডিওলজি)- ০ জন

চ) এমআইএস শাখাঃ

  • পরিসংখ্যানবিদ- ০ জন

ছ) ইনফোর্সমেন্ট অফ পাবলিক হেলথ এক্টঃ

  • স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক- ০ জন

জ) মাঠ কর্মীঃ

  • স্বাস্থ্য পরিদর্শক- ০ জন
  • সহকারী স্বাস্থ্য পরিদর্শক- ১ জন
  • স্বাস্থ্য সহকারী- ১৫ জন
  • যক্ষা ও কুষ্ঠ সহকারী- ১ জন
  • সিএইচসিপি- ১৩ জন

ঝ) নার্সিং সেবা বিভাগঃ

  • নার্সিং সুপারভাইজার- ২ জন
  • সিনিয়র স্টাফ নার্স- ২৯ জন
  • মিডওয়াইফ নার্স- ৩ জন
  • সহকারী নার্স- ০ জন

ঞ) অন্যান্যঃ

  • মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)- ১ জন
  • মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)- ০ জন
  • মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)-০ জন
  • কার্ডিওগ্রাফার - ১ জন
  • ল্যাব এটেনডেন্ট- ০ জন
  • স্টোর কিপার- ১ জন
  • ফার্মাসিস্ট- ২ জন
  • কম্পাউন্ডার- ০ জন
  • গাড়ী চালক- ২ জন
  • জুনিয়র মেকানিক- ১ জন
  • মালি- ১ জন
  • হারবাল সহকারী- ১ জন
  • ওয়ার্ড বয়- ২ জন
  • আয়া- ১ জন
  • পরিচ্ছন্নতা কর্মী- ৩ জন
  • নিরাপত্তা প্রহরী- ১ জন
  • কুক/মশালচী- ১ জন

 

৪. ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহের তালিকাঃ

 

৫. স্বাস্থ্য বিভাগ কর্তৃক উদযাপিত দিবস ও সপ্তাহঃ

দিবস-

১. বিশ্ব স্বাস্থ্য দিবস

২. বিশ্ব এইডস দিবস

৩. বিশ্ব জলাতংক দিবস

৪. বিশ্ব যক্ষা দিবস

৫. কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস

৬. নিরাপদ মাতৃত্ব দিবস

৭. এছাড়া সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর নির্ধারিত অন্যান্য দিবস।

 

সপ্তাহ-

১. জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

২. জাতীয় পুষ্টি সপ্তাহ

৩. জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ

৪. বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

৫. বিশ্ব টিকাদান সপ্তাহ

৬. এছাড়া সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর নির্ধারিত অন্যান্য সপ্তাহ

 

 

৬. বিশেষ কার্যক্রমঃ

১। কালাজ্বর নির্মূল কর্মসূচী

২। ক্ষুদে ডাক্তার কর্তৃক স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম